সাকেত জানিয়েছেন, বিজেপি তাদের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে। সেই ভিডিওয় গুজরাটের ভোটপ্রচারে বিদেশি নাগরিকদের স্লোগান দিতে দেখা দিয়েছে। তাঁদের রীতিমতো গেরুয়া বসন পরে মানুষকে বিজেপিকে ভোট দিতে আরজি জানাতে দেখা গিয়েছে। তাঁর দাবি, এটা ১৯৫১ সালের ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন এবং ভিসা সংক্রান্ত আইনের লঙ্ঘন। অভিযোগের সঙ্গে ভিডিওটিও জুড়ে দিয়েছেন তিনি। এই অভিযোগে ভোটের ঠিক আগে গেরুয়া শিবির অস্বস্তিতে পড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
এমনিতেই এবারের নির্বাচনে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশে এসেছে। ‘এই গুজরাট আমি তৈরি করেছি।’ সম্প্রতি মোদি এই দাবি করায় বেজায় ক্ষুব্ধ দলের প্রবীণ নেতারা। ক্ষুব্ধ নেতৃত্বকে বোঝাতে আমেদাবাদ ছুটে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দলের প্রবীণদের বোঝাতে প্রত্যেকের সঙ্গে মুখোমুখি বৈঠক করছেন। এমনিতেই প্রার্থীতালিকা ঘোষণার পর থেকে গুজরাটে বিক্ষুব্ধদের ক্ষোভের আগুনে পুড়তে হচ্ছে গেরুয়া শিবিরকে। তার উপর মোদির বক্তব্য জ্বলতে থাকা আগুনে ঘৃতাহুতি বলেই মনে করছে দলের একাংশ। কারণ, গত লোকসভা নির্বাচনেও ‘উন্নয়নের গুজরাট মডেল’ ছিল বিজেপির স্লোগান।