• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রিহ্যাবে পাঠানোর রাগে ফিরেই বাবা-মা সহ পরিবারের সবাইকে খুন

দিল্লি, ২৩ নভেম্বর– নেশা ছাড়াতে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করিয়েছিলেন পরিবারের লোকজন। আর সেই রাগে সেখান থেকে ফেরার একদিনের মধ্যেই বাবা, মা, বোন-সহ পরিবারের সকলকে খুন করল নেশায় আসক্ত যুবক । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে দিল্লির পালাম এলাকায়। অভিযুক্তের নাম কেশব। ২৫ বছর বয়সি ওই যুবক মাদকাসক্ত ছিল বলে জানতে পেরেছে পুলিশ। গতকাল রাতে ওই

দিল্লি, ২৩ নভেম্বর– নেশা ছাড়াতে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করিয়েছিলেন পরিবারের লোকজন। আর সেই রাগে সেখান থেকে ফেরার একদিনের মধ্যেই বাবা, মা, বোন-সহ পরিবারের সকলকে খুন করল নেশায় আসক্ত যুবক ।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে দিল্লির পালাম এলাকায়। অভিযুক্তের নাম কেশব। ২৫ বছর বয়সি ওই যুবক মাদকাসক্ত ছিল বলে জানতে পেরেছে পুলিশ। গতকাল রাতে ওই এলাকার একটি বাড়ি থেকে ৪ জনের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতেরা হলেন কেশবের ঠাকুমা দিওযানা দেবী(৭৫), বাবা দীনেশ (৫০), মা দর্শনা এবং ১৮ বছর বয়সি বোন উর্বশী।

পুলিশ জানিয়েছে, কেশব মাদকাসক্ত ছিল। নেশা ছাড়ানোর জন্য তার পরিবারের লোকজন তাকে একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করেছিলেন। কিন্তু পরিবারের সিদ্ধান্ত একেবারেই খুশি হয়নি কেশব। তাই রিহ্যাব থেকে ছাড়া পেয়ে বাড়ি আসার একদিনের মধ্যেই প্রতিশোধ নিতে মা, বাবা, বোন এবং ঠাকুমাকে প্রাথমিকভাবে গলা কেটে খুন করে সে। এরপর ছুরি দিয়েও তাঁদের বেশ কয়েকবার কোপায় সে।

 

ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের। বাড়ির সবাইকে খুনের পর সেখান থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু আত্মীয় প্রতিবেশীরা তাকে ধরে ফেলেন। তারপর কেশবকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।