• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

রাসমেলা নিখোঁজ বিজেপি কর্মীর পচা-গলা দেহ উদ্ধার জঙ্গল থেকে 

পূর্ব মেদিনীপুর,২৩ নভেম্বর — মেলাতে নিখোঁজ হবার ঘটনা আজ নতুন নয়।এর আগেও বিভিন্ন দেশের বড় বড় মেলাগুলিতে বহু মানুষ নিখোঁজ  হয়েছেন।হয় তাদের কিডন্যাপ করা হয়েছে, নয় তো বা  তারা  হারিয়ে গেছে।আবারও রাসমেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের এক বিজেপি কর্মী।প্রায় সাতদিন পর জঙ্গল থেকে উদ্ধার হল তাঁর পচা-গলা দেহ।ঘটনায় খুনের অভিযোগ উঠেছে স্থানীয়

পূর্ব মেদিনীপুর,২৩ নভেম্বর — মেলাতে নিখোঁজ হবার ঘটনা আজ নতুন নয়।এর আগেও বিভিন্ন দেশের বড় বড় মেলাগুলিতে বহু মানুষ নিখোঁজ  হয়েছেন।হয় তাদের কিডন্যাপ করা হয়েছে, নয় তো বা  তারা  হারিয়ে গেছে।আবারও রাসমেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের এক বিজেপি কর্মী।প্রায় সাতদিন পর জঙ্গল থেকে উদ্ধার হল তাঁর পচা-গলা দেহ।ঘটনায় খুনের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

জানা গেছে, পটাশপুর ২ নম্বর ব্লকের রামচন্দ্রপুর ব্রিজ সংলগ্ন খড়ি জঙ্গলের ভেতর থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় মৃত বিজেপি কর্মীর নাম বিকাশ দে বয়স ২০।তাঁর বাড়ি এগরা থানা এলাকার কৈথোড় গ্রামে। দেহ উদ্ধারের খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমেছে এলাকায়।

জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর রাতে বিকাশ বন্ধুদের সঙ্গে রাস মেলা দেখতে গিয়েছিলেন। তারপরে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর অবশেষে এগরা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন।একাধিক জায়গায় তল্লাশি চালানোর পর অবশেষে সাতদিন নিখোঁজ থাকার পর বুধবার সকালে যুবকের মৃতদেহ উদ্ধার হয়।