• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মস্ত মশা হাতে বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ 

কলকাতা,২২ নভেম্বর — বিধান সভায় বিক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু সহ বাকি বিজেপি বিধায়করা।অখিল গিরির ইস্তফার দাবিতে সোমবার বিধানসভায় এসেছিলেন বিজেপি বিধায়করা।মঙ্গলবার তাঁরা বিধানসভায় উপস্থিত হন বিশাল আকারের মশার প্রতিকৃতি  নিয়ে।তার মধ্যে একটি পুরুষ মশা, অন্যটি স্ত্রী।সেটিতে আবার নীল পাড় দেওয়া সাদা শাড়ি পরানো।সঙ্গে তাঁরা এনেছেন মশারিও।  রাজ্যে বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিধানসভা অধিবেশন চলাকালীন

কলকাতা,২২ নভেম্বর — বিধান সভায় বিক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু সহ বাকি বিজেপি বিধায়করা।অখিল গিরির ইস্তফার দাবিতে সোমবার বিধানসভায় এসেছিলেন বিজেপি বিধায়করা।মঙ্গলবার তাঁরা বিধানসভায় উপস্থিত হন বিশাল আকারের মশার প্রতিকৃতি  নিয়ে।তার মধ্যে একটি পুরুষ মশা, অন্যটি স্ত্রী।সেটিতে আবার নীল পাড় দেওয়া সাদা শাড়ি পরানো।সঙ্গে তাঁরা এনেছেন মশারিও।

 রাজ্যে বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিধানসভা অধিবেশন চলাকালীন মুলতুবি প্রস্তাব পাঠ করে বিজেপি বিধায়করা।কিন্তু প্রস্তাব পাঠ করতে দিলেও তা নিয়ে আলোচনা করতে দেননি স্পিকার।তখনই বিধানসভা কক্ষে চলতে থাকে বিজেপি বিধায়কদের স্লোগান।শুভেন্দু অধিকারী এদিন স্লোগান দেন, ‘ডেঙ্গুর সরকার আর নেই দরকার!’

এর পরেই ওয়াকআউট করে বিজেপি।বিধানসভার বাইরে বড় বড় মশার প্রতিকৃতি নিয়ে ভিড় করে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন নেতা-কর্মীরা। রাস্তায় বেরিয়ে এসে মশারি বিতরণ করতেও দেখা যায় তাঁদের।