• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

গোমূত্র দিয়ে আস্ত ট্যাংক পরিষ্কার করল উচ্চবর্ণের লোকেরা

বেঙ্গালুরু, ২১ নভেম্বর– জাত-পাতের অন্ধকার থেকে যেন বেরোতেই পারছে না মানুষ। গোটা বিশ্ব যেখানে মঙ্গলে বাসা খুঁজছে সেখানে ভারত এখনো দলিতে আটকে। এই ঘটনা তো তাই প্রমান করে। এক দলিত মহিলার জল খেয়ে নেওয়ায়  শুধু ট্যাংকের সমস্ত জল ফেলে দিয়েই ক্ষান্ত হয়নি সমাজের উচ্চবর্ণের লোকেরা। সেই মহিলাকে দিয়ে এরপর গোমূত্র দিয়ে আস্ত জলাধার পরিষ্কার করিয়েছে

বেঙ্গালুরু, ২১ নভেম্বর– জাত-পাতের অন্ধকার থেকে যেন বেরোতেই পারছে না মানুষ। গোটা বিশ্ব যেখানে মঙ্গলে বাসা খুঁজছে সেখানে ভারত এখনো দলিতে আটকে। এই ঘটনা তো তাই প্রমান করে। এক দলিত মহিলার জল খেয়ে নেওয়ায়  শুধু ট্যাংকের সমস্ত জল ফেলে দিয়েই ক্ষান্ত হয়নি সমাজের উচ্চবর্ণের লোকেরা। সেই মহিলাকে দিয়ে এরপর গোমূত্র দিয়ে আস্ত জলাধার পরিষ্কার করিয়েছে তারা। 

সম্প্রতি এমনটাই ঘটেছে কর্ণাটকের একটি গ্রামে। কর্ণাটকের চামরাজানগর জেলার হেগোতারা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওই গ্রামে গিয়েছিলেন এক দলিত মহিলা। যদিও গ্রামটির অধিকাংশ বাসিন্দা ‘উচ্চবর্ণে’র। দলিত মহিলার জল খাওয়ার কথা জানাজানি হতে তাঁরা একজোট হয়ে ট্যাংকের সমস্ত জল ফেলে দেন। এর পর গোমূত্র দিয়ে জলের ট্যাংক পরিষ্কার করেন।

স্থানীয় প্রশাসনের তহশিলদার আই ই বাসবরাজ জানান, জলের ট্যাংক পরিষ্কার করার কথা শুনেছেন তিনি। কিন্তু তা গোমূত্র দিয়ে করা হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত নন। তহশিলদার আরও জানান, দলিত মহিলার খোঁজ করা হচ্ছে।