• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

ট্রুডোকে-জিনপিংয়ের উতপ্ত বাক্যালাপ জি-২০ সম্মেলনে 

কানাডা, ১৭ নভেম্বর– কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্তপ্ত বাক্য বিনিময়ে সরগরম জি-২০ সম্মেলন মঞ্চ। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে নাকি কিছু বিষয় নিয়ে এখানে উত্তপ্ত বাক্যালাপ হয়েছে এমনটাই দাবি করেছেন কানাডার এক সাংবাদিক। একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে নিজের দাবির সপক্ষে জোরালো সওয়াল করেছেন তিনি। বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট

কানাডা, ১৭ নভেম্বর– কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্তপ্ত বাক্য বিনিময়ে সরগরম জি-২০ সম্মেলন মঞ্চ। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে নাকি কিছু বিষয় নিয়ে এখানে উত্তপ্ত বাক্যালাপ হয়েছে এমনটাই দাবি করেছেন কানাডার এক সাংবাদিক। একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে নিজের দাবির সপক্ষে জোরালো সওয়াল করেছেন তিনি।

বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন কানাডার নিউজ চ্যানেল ‘সিটিভি’র সাংবাদিক অ্যানি বার্জেরন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, শি জিনপিংয়ের সঙ্গে কথা বলছেন জাস্টিন ট্রুডো। সেই আলোচনা প্রসঙ্গে বার্জেরন লেখেন, ‘ জি-২০ সম্মেলনে চিনা প্রেসিডেন্ট শি এবং কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর মধ্যে হওয়া উত্তপ্ত বাক্য বিনিময় ক্যামেরায় ধরা পড়েছে। আগেরদিন তাঁদের মধ্যে হওয়া আলোচনা সংবাদমাধ্যমে প্রকাশ্যে চলে আসার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন জিনপিং। এভাবে আলোচনা হয় না বলে তোপ দেগেছেন তিনি।”