• facebook
  • twitter
Monday, 25 November, 2024

জরায়ুর চিকিৎসা করতে আসা মহিলার দু’টি কিডনিই কেটে নিল ভুয়ো চিকিৎসক

পাটনা, ১৭ নভেম্বর– বাদ দেওয়ার দরকার ছিল জরায়ু, কিন্তু সেই অস্ত্রোপচার করতে গিয়ে মহিলার একটি নয় দুটি কিডনিই কেটে নিয়ে নিল ডাক্তার। বেসরকারি হাসপাতালের এই কাণ্ডে উত্তাল বিহারের মুজফ্‌ফরপুরের বেরিয়ারপুর গ্রাম।  জানা গিয়েছে,  সুনীতা দেবী নামে ওই রোগিণী মুজফ্‌ফরপুরের বেরিয়ারপুর গ্রামের বাসিন্দা। গত ৩ সেপ্টেম্বর তিনি জরায়ুর অস্ত্রোপচারের জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কিন্তু সেখানে অস্ত্রোপচার

পাটনা, ১৭ নভেম্বর– বাদ দেওয়ার দরকার ছিল জরায়ু, কিন্তু সেই অস্ত্রোপচার করতে গিয়ে মহিলার একটি নয় দুটি কিডনিই কেটে নিয়ে নিল ডাক্তার। বেসরকারি হাসপাতালের এই কাণ্ডে উত্তাল বিহারের মুজফ্‌ফরপুরের বেরিয়ারপুর গ্রাম। 
জানা গিয়েছে,  সুনীতা দেবী নামে ওই রোগিণী মুজফ্‌ফরপুরের বেরিয়ারপুর গ্রামের বাসিন্দা। গত ৩ সেপ্টেম্বর তিনি জরায়ুর অস্ত্রোপচারের জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কিন্তু সেখানে অস্ত্রোপচার হওয়ার পর থেকেই পেটের যন্ত্রণায় কাতরাতে থাকেন সুনীতা। তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে দেখে তাঁকে শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করার পর জানান, সুনীতার জরায়ু বাদ তো দেওয়া হয়ইনি, উল্টে তাঁর শরীর থেকে দুটি কিডনিই বের করে নেওয়া হয়েছে!
বিহারের ওই হাসপাতালের মালিক ও এক চিকিৎসকের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ এনেছেন সুনীতা দেবী নাম ওই রোগিণী। শুধু তাই নয়, এরপরেই তদন্তে নেমে দেখা যায়, হাসপাতালটির লাইসেন্স অবৈধ তো বটেই, অভিযুক্ত চিকিৎসকের যাবতীয় ডিগ্রিই ভুয়ো!

এরপর তাঁকে পাটনা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। কিডনি না থাকার কারণে বর্তমানে প্রতিদিন ডায়ালিসিস করানো হচ্ছে সুনীতার।