শিলিগুড়ি, ১৭ নভেম্বর– রাস্তার শিলান্যাস করতে বঙ্গে এসে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় সড়ক-পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি । অবস্থা বেগতিক দেখে তাঁকে অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই কেন্দ্রের এই হেভিওয়েট মন্ত্রীর চিকিৎসা চলছে। জানা গেছে, এই খবর পাওয়া মাত্র শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীকে ফোন করে তাঁর খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানিয়ে রাখি, শিলিগুড়ির ক্যান্টনমেন্ট রোড থেকে সেবক পর্যন্ত চার লেনের দীর্ঘ রাস্তার শিলান্যাস করতে বৃহস্পতিবার রাজ্যে আসেন নীতিন গড়কড়ি। শিলিগুড়ির দার্জিলিং মোড়ের কাছে দাগাপুর ফুটবল মাঠে শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই শিলান্যাসে সকাল ১১টা নাগাদ সেখানে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী। কিছুক্ষণ পরই ভাষণ দিতে ওঠেন তিনি। কিছুটা ভাষণ দেওয়ার পরই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন গড়কড়ি। সঙ্গে সঙ্গে তাঁকে মঞ্চের পাশে গ্রিনরুমে নিয়ে যাওয়া হয়। ছুটে আসেন চিকিৎসকরা।
সূত্রের খবর, হঠাৎ হাইপোগ্লৈসেমিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু প্রাথমিক চিকিৎসাতেও তাঁর শারীরিক অস্বস্তি না কমায় মাটিগাড়ায় দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তের বাড়িতে গড়কড়িকে নিয়ে যাওয়া হয়। সেখানে শিলিগুড়ির তিনজন নামী চিকিৎসককে ডেকে পাঠানো হয়। তবে বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর বর্তমানে তিনি কিছুটা সুস্থ বোধ করেন বলে জানা গিয়েছে।