• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মসলার বদলে পিস্তল দিয়ে চিকেন তন্দুরি , ধরা পড়ে গেল বিমানবন্দরেই

তালাহাসি, ১০ নভেম্বর– এর আগে অস্ত্র পাচারের বহু আজব কায়দা দেখা গিয়েছে। কিন্তু তাই বলে কাঁচা মুরগির মাংসের মধ্যে আস্ত পিস্তল। দেখেই চোখ ছানাবড়া বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের।  ফ্লোরিডা বিমানবন্দরে চিকেনের মধ্যে থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়েছে। টুইটারে তার ছবিও পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা গিয়েছে কাগজের মোড়কে আস্ত চিকেন রাখা আছে। তার ভিতরে সুকৌশলে লুকিয়ে

তালাহাসি, ১০ নভেম্বর– এর আগে অস্ত্র পাচারের বহু আজব কায়দা দেখা গিয়েছে। কিন্তু তাই বলে কাঁচা মুরগির মাংসের মধ্যে আস্ত পিস্তল। দেখেই চোখ ছানাবড়া বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের। 

ফ্লোরিডা বিমানবন্দরে চিকেনের মধ্যে থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়েছে। টুইটারে তার ছবিও পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা গিয়েছে কাগজের মোড়কে আস্ত চিকেন রাখা আছে। তার ভিতরে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছে একটি পিস্তল। বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা ওই ছবি পোস্ট করে লিখেছে, ‘‘এ ভাবে পিস্তল পাচার করার চেষ্টা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। তাই এ সব করবেন না।’’

পিস্তলটি নিয়ে যিনি ধরা পড়েছেন, সেই পাচারকারীর পরিচয় অবশ্য প্রকাশ করেননি কর্তৃপক্ষ। পিস্তলটিতে গুলি ভরা ছিল কি না, তা-ও জানা যায়নি। আমেরিকায় বিমানের মধ্যে পিস্তল নিয়ে যাওয়া নিষিদ্ধ নয়। তবে সে ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয়। গুলি ভরা অবস্থায় পিস্তল বহন করা যায় না। গুলি বার করে পৃথক ভাবে পিস্তল নিয়ে যাওয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ।