• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গভীর রাতে রাশিয়ার ক্যাফেতে জীবন্ত দগ্ধ অন্তত ১৩ জন

মস্কো, ৫ নভেম্বর– একটি ক্যাফেতে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ১৩ জনের।  শুক্রবার গভীর রাতে আচমকা আগুন লাগে মস্কো থেকে দূরের একটি ছোট শহরের। ঘটনার সময় গ্রাহকে ভরতি ছিল জনপ্রিয় ওই ক্যাফেটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ২৫০ জনকে নিরাপদে উদ্ধার করেন তাঁরা। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জানিয়েছেন, ভয়ংকর দুর্ঘটনাটি

মস্কো, ৫ নভেম্বর– একটি ক্যাফেতে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ১৩ জনের।  শুক্রবার গভীর রাতে আচমকা আগুন লাগে মস্কো থেকে দূরের একটি ছোট শহরের। ঘটনার সময় গ্রাহকে ভরতি ছিল জনপ্রিয় ওই ক্যাফেটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ২৫০ জনকে নিরাপদে উদ্ধার করেন তাঁরা।

বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জানিয়েছেন, ভয়ংকর দুর্ঘটনাটি মস্কো থেকে ৩০০ কিলোমিটার দূরের কোস্ত্রোমা শহরের। শুক্রবার গভীর রাত আগুন লাগে পোলিগোন নামের একটি ক্যাফেতে।ক্যাফেটিকে কেন্দ্র করে ৩ হাজার ৫০০ স্কয়ার মিটারে ছড়িয়ে পড়ে আগুন। এর ফলেই ১৪ জনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়।

রাশিয়ার ওই প্রদেশের রাজ্যপাল সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার কথা জানিয়ে বিবৃতি দেন। তিনি জানান, প্রাথমিক ভাবে জানা গিয়েছে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্য হয়েছে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। ২৫০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা সুস্থ আছেন। তবে আগুনে পুড়ে আহত হয়েছেন ৫ জন।