বেঙ্গালুরু, ৫ নভেম্বর– অটো ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৭ মহিলার। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে কর্ণাটকের বিদার এলাকার গ্রামের রাস্তায়। দুর্ঘটনায় জখম হয়েছেন ১১ জন।এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, লাগাতার দুর্ঘটনার ঘটে চলেছে এখানে। গত আগস্ট মাসেও কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৯ জন শ্রমিকের। ঘটনাটি ছিল বেঙ্গালুরু থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে তুমাকুরুর কাছে। একটি ট্রাকের সঙ্গে একটি ক্রুইজার গাড়ির ধাক্কা লাগার ফলে দুর্ঘটনাটি ঘটে। তাতেই ৯ জন শ্রমিকের মৃত্যু হয়। এছাড়াও আরও বেশ কয়েকজন আহত হন। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা হয়। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছিলেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র ।
ঘটনার পরে শোক প্রকাশ করে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তুমাকুরুর কাছে পথ দুর্ঘটনায় ৯ জন মারা গিয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।’ আহতদের পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করতে তিনি জেলা কর্তৃপক্ষ ও পুলিশকে নির্দেশ দিয়েছিলেন।শনিবার পথ দুর্ঘটনার পরেও আহতদের চিকিৎসায় তৎপর হয়েছে জেলা প্রশাসন।