ভোপাল, ৪ নভেম্বর– ঘন কুয়াশার বলি ১১। শুক্রবার ভোরে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে বেতুল জেলার ঝালর এলাকায়। আহত হয়েছেন আরও একজন। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। শুক্রবার ভোরে মধ্যপ্রদেশের এই দুর্ঘটনা ঘটেছে।
প্রাথমিক ভাবে অনুমান, ঘন কুয়াশার কারণেই দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়েছে গাড়িটি, মুখোমুখি ধাক্কা মেরেছে উল্টোদিক থেকে আসা বাসে।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় যায় স্থানীয় ঝালর থানার পুলিশ। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত এক জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আলো-অন্ধকারে কুয়াশায় ঢেকে ছিল রাস্তা। দু’টি গাড়িই খুব দ্রুত গতিতে চলছিল। সেই কারণেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন তিনি। সাহায্যের কথা জানিয়েছে মধ্যপ্রদেশ সরকারও।