• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ নিয়ে সুখবর দিলো কলকাতা হাইকোর্ট 

কলকাতা,৪ অক্টোবর — টেট চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলো কলকাতা হাইকোর্ট। দীর্ঘদিন যাবৎ উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছিলেন না।এবার ২০১৪ ও ২০১৭ সালের টেট ‘অনুত্তীর্ণ’ লক্ষাধিক প্রার্থী প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ায় সুযোগ দিল কলকাতা হাইকোর্ট । গতকালই ২১ জন অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীর করা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁরা আসন্ন নিয়োগ প্রক্রিয়ায়

কলকাতা,৪ অক্টোবর — টেট চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলো কলকাতা হাইকোর্ট। দীর্ঘদিন যাবৎ উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছিলেন না।এবার ২০১৪ ও ২০১৭ সালের টেট ‘অনুত্তীর্ণ’ লক্ষাধিক প্রার্থী প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ায় সুযোগ দিল কলকাতা হাইকোর্ট । গতকালই ২১ জন অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীর করা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁরা আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।টেটে নিয়োগ নিয়ে হাইকোর্টের এই নির্দেশ নিঃসন্দেহে খুবই বড় খবর চাকরিপ্রার্থীদের জন্য।প্রথমে উল্লেখ্য যে  ২০১৪ সাল ও ২০১৭ সালের টেটের ‘সংরক্ষিত’ বিভাগের যাঁরা ১৫০ নম্বরের মধ্যে ৮২ নম্বর পেয়েছেন তাঁরা আবেদন করতে পারবেন।কিন্তু শুক্রবার আদালত জানিয়ে দেয়, সবাইকে সুযোগ দিতে হবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য।২০২২ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার পরই ২১ জন মামলা দায়ের করেন। তাঁদের দাবি ছিল, পর্যাপ্ত নম্বর পাওয়ার পরেও তাঁদের অনুত্তীর্ণ দেখানো হয়েছে। ফলে তাঁরা নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন সকলেই এই পক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন।