• facebook
  • twitter
Friday, 22 November, 2024

৯৭ বছরের পুরনো সেতু ভেঙে পড়ল ওড়িশার কালাহান্ডিতে

ভুবনেশ্বর,৩১ অক্টোবর — গুজরাতের মরবিতে সেতু ভাঙা নিয়ে যখন গোটা দেশ উত্তপ্ত ঠিক সেই দিনই ওড়িশাতে ভেঙে পড়লো ৯৭ বছরের পুরনো সেতু।সেই সময় ভাঙা সেতুর নিচে আটকে পড়েছিল ২ টি গাড়ি।   প্রায় ১০০বছর ছুঁইছুঁই সেতুটির বয়স আর তিন বছর পেরোলেই ১০০তে  পৌছাতো সেতুটি , কিন্তু তার আগেই ঘটে গেল এই বিপর্জনক ঘটনা। তবে এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির

ভুবনেশ্বর,৩১ অক্টোবর — গুজরাতের মরবিতে সেতু ভাঙা নিয়ে যখন গোটা দেশ উত্তপ্ত ঠিক সেই দিনই ওড়িশাতে ভেঙে পড়লো ৯৭ বছরের পুরনো সেতু।সেই সময় ভাঙা সেতুর নিচে আটকে পড়েছিল ২ টি গাড়ি। 

 প্রায় ১০০বছর ছুঁইছুঁই সেতুটির বয়স আর তিন বছর পেরোলেই ১০০তে  পৌছাতো সেতুটি , কিন্তু তার আগেই ঘটে গেল এই বিপর্জনক ঘটনা। তবে এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই জানা গেছে।ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ৩টে নাগাদ ওড়িশার কালাহান্ডি জেলার ভাগীরথী পার্কের কাছে। ভবানীপটনা এলাকায় অবস্থিত সেতুটি তৈরি হয়েছিল ১৯২৫ সালে। এদিন দুপুরে আচমকাই ৪০ মিটার দীর্ঘ সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বলে জানা গেছে।আচমকা সেটি ভেঙে পড়ায় রবিবার দুপুরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় ওই রাস্তাগুলিতে। ফলে পার্শ্ববর্তী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনার জায়গায় যান দমকল কর্মীরাও। তাঁরাই সেতুর তলায় আটকে পড়া লোকজনকে উদ্ধার করেন। গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হলেও ভিতরে থাকা লোকজনের তেমন কোনও ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।