• facebook
  • twitter
Friday, 22 November, 2024

৩৭ বছর আগের ভোপাল স্মৃতি উস্কে ফের কারখানায় গ্যাস লিক করে অসুস্থ বহু

ভোপাল, ২৭ অক্টোবর– ৩৭ বছর আগের ভয়াবহ স্মৃতি উস্কে ফের গ্যাস আতঙ্ক ভোপালে। বুধবার রাতে ভোপালের মাদার ইন্ডিয়া কলোনিতে হঠাৎই এক পানীয় জলের কারখানা থেকে ক্লোরিন গ্যাস লিক করতে থাকে। যার জেরে অসুস্থ বহু মানুষ। জীবন বাঁচাতে মাঝরাতে অনেকেই ঘর বাড়ি ছেড়ে দূরে পালাতে শুরু করেন। যদিও পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা।

ভোপাল, ২৭ অক্টোবর– ৩৭ বছর আগের ভয়াবহ স্মৃতি উস্কে ফের গ্যাস আতঙ্ক ভোপালে। বুধবার রাতে ভোপালের মাদার ইন্ডিয়া কলোনিতে হঠাৎই এক পানীয় জলের কারখানা থেকে ক্লোরিন গ্যাস লিক করতে থাকে। যার জেরে অসুস্থ বহু মানুষ। জীবন বাঁচাতে মাঝরাতে অনেকেই ঘর বাড়ি ছেড়ে দূরে পালাতে শুরু করেন। যদিও পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত আড়াইটে নাগাদ হঠাৎই ক্লোরিনের ওই ঝাঁঝালো গন্ধে অসুস্থ হতে শুরু করেন অনেকেই। বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় শ্বাসকষ্ট, চোখ জ্বালা, বমি বমি ভাব। এমনকি স্থানীয় দুই শিশু ওই গ্যাসের ঝাঁঝালো গন্ধে অজ্ঞান হয়ে যায়। দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রের খবর, বুধবার বিকেলের দিকে ওই পানীয় জলের কারখানায় ক্লোরিন গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক শুরু হয়েছিল। তখন সেটি ঠিকও করা হয়। কিন্তু পরে আবার ওই সিলিন্ডার থেকে গ্যাস লিক হতে শুরু করে। টানা ক্লোরিন লিক হতে হতে তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপরই ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করেন স্থানীয়রা। প্রায় আধঘণ্টা ধরে গ্যাস লিক হওয়ার পর পরিস্থিতি বেগতিক দেখে সিলিন্ডারটিকে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, ৩৭ বছর আগে ভোপাল গ্যাস দুর্ঘটনায় এই মাদার ইন্ডিয়া কলোনিতে বহু মানুষের প্রাণ গিয়েছিল। সেই দুঃসহ স্মৃতি এখনও এখানকার বাসিন্দাদের আতঙ্কে তাড়া করে বেড়ায়। জানা গেছে, এলাকায় বর্তমানে প্রায় ৪০০ পরিবারের বাস।