কলকাতা,২৫অক্টোবর — কালীপুজোর দিন ২৪শে অক্টোবর দুপুরে আগুন লেগে যায় বানতলার লেদার কমপ্লেক্সে।সময় যত গড়াতে থাকে আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে।এবং বিধ্বংসী রূপ ধারণ করে।আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আনা হয় দমকলের ১৫ টি ইঞ্জিন।জানা গেছে ভেতরে অন্তত ১০জন মানুষ আটকে ছিলেন। দমকলকর্মী ও স্থানীয় লোকেদের সাহায্যে ওনাদের উদ্ধার করা হয়েছে। মাঝরাত অবধি আগুন বাগে আনতে হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। শেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও কয়েকটি জায়গায় পকেট ফায়ার রয়েছে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার সকালেও এলাকায় দমকলের ইঞ্জিন রয়েছে। ভেতরে কুলিংয়ের কাজ চলছে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।কিন্তু কিভাবে এই অগ্নিকান্ড ? তা এখনো স্পষ্ট নয়। দমকল কর্মীদের অনুমানে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে।