• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ঝোড়ো হাওয়ার দাপটে  সল্টলেকের মাছের বাজার লণ্ডভণ্ড 

 কলকাতা,২৪ অক্টোবর — শহরে আলোর উৎসব আর তারমাঝেই বইছে ঝোড়ো হাওয়া। তার গতিবেগও বেশ তীব্র ,তাই সকলে আশঙ্কিত  কখন আছড়ে পরে শহরে।এই ঝড়ের জেরে সল্টলেকের বৈশাখী বাজারে দুর্ঘটনা। সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি হাওয়া বইছে।তেমনই কয়েক মিনিটের দমকা হাওয়ায় লন্ডভন্ড হয়ে গেল সল্টলেকের  বৈশাখী বাজার । এদিন সাত সকালে ব্যস্ত বাজারে আচমকাই ভেঙে পড়ে

 কলকাতা,২৪ অক্টোবর — শহরে আলোর উৎসব আর তারমাঝেই বইছে ঝোড়ো হাওয়া। তার গতিবেগও বেশ তীব্র ,তাই সকলে আশঙ্কিত  কখন আছড়ে পরে শহরে।এই ঝড়ের জেরে সল্টলেকের বৈশাখী বাজারে দুর্ঘটনা। সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি হাওয়া বইছে।তেমনই কয়েক মিনিটের দমকা হাওয়ায় লন্ডভন্ড হয়ে গেল সল্টলেকের  বৈশাখী বাজার ।

এদিন সাত সকালে ব্যস্ত বাজারে আচমকাই ভেঙে পড়ে ২০-২২টি দোকানের অ্যাসবেস্টসের চাল। পাঁচ-ছ’জন মাছ ব্যবসায়ী এই ঘটনায় জখম হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও কারও আঘাত গুরুতর নয়।

আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃষ্টি ও হাওয়ার দাপটের কারণে এই ঘটনা বলে অনুমান। ব্যবসায়ীদের অভিযোগ, বাজার কমিটির কাছে বারবার জানানো সত্ত্বেও মাছের বাজারের ছাউনি সারানো হয়নি।