• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আজকেই হতে পারে ডিভিশন বেঞ্চের  শুনানি , মধ্যরাতে হাইকোর্টে পাল্টা মামলার পিটিশন টেট-প্রার্থীদের

কলকাতা ,২১ অক্টোবর — ৮৪ ঘন্টা ধরে চলছিলো অবস্থান বিক্ষোভ, অনশন চালাচ্ছিলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। রাত সাড়ে ১২টা  নাগাদ আন্দোলনকারীদের জোর করে তুলে দেয় পুলিশ। প্রথমে ১৪৪ ধারার কথা বলে অবস্থান সরানোর অনুরোধ করা হয়।এর পরে পুলিশ মাইকিং করে জানায়, ওই জায়গায় ১৪৪ ধারা জারি করা রয়েছে। সেখানে পাঁচ বা তার বেশি সংখ্যক মানুষের জমায়েত আইনত নিষিদ্ধ। তখন

কলকাতা ,২১ অক্টোবর — ৮৪ ঘন্টা ধরে চলছিলো অবস্থান বিক্ষোভ, অনশন চালাচ্ছিলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। রাত সাড়ে ১২টা  নাগাদ আন্দোলনকারীদের জোর করে তুলে দেয় পুলিশ। প্রথমে ১৪৪ ধারার কথা বলে অবস্থান সরানোর অনুরোধ করা হয়।এর পরে পুলিশ মাইকিং করে জানায়, ওই জায়গায় ১৪৪ ধারা জারি করা রয়েছে। সেখানে পাঁচ বা তার বেশি সংখ্যক মানুষের জমায়েত আইনত নিষিদ্ধ। তখন ছোট ছোট দলে ভাগ হয়ে যান চাকরিপ্রার্থীরা এবং ছড়িয়ে ছিটিয়ে বসতে থাকেন ।কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ২০১৪ সালের আন্দোলনকারীদের কার্যত চ্যাংদোলা করে, টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

গতকালই প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টে মামলা করে আর্জি জানায়, সল্টলেক করুণাময়ীর যে চত্বরে টেট-প্রার্থীরা আন্দোলন করছেন, সেখানে ১৪৪ ধারা জারি করা রয়েছে। ফলে অবস্থান-জমায়েত তুলে দেওয়া হোক। কলকাতা হাইকোর্টের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় জানান, পর্ষদের সামনে ১৪৪ ধারা জারি রয়েছে তা বজায় রাখতে প্রশাসন ধর্না তুলে দিতে পারে। সে জন্য যা ব্যবস্থা নেওয়ার তা নিতে পারে প্রশাসন।১৪৪ ধারা নিয়ে কলকাতা হাইকোর্টের  নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ করে, গতকাল মধ্যরাতেই আন্দোলনকারীদের তরফে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে একটি পিটিশন দাখিল করা হয়েছে মামলা করার আর্জি জানিয়ে । সেই মামলা করার অনুমতিও দিয়েছে আদালত। মনে করা হচ্ছে, আগামী শুক্রবার ওই মামলার শুনানি শুরু হতে পারে।