‘তিন’ নীতিতেও জন্মে ভাটা, দেশের জন্মহার বাড়াতে বিশেষ উদ্যোগ চিনের
বেইজিং, ১৭ অক্টোবর– জন্ম নিয়ে ইতিমধ্যে ধুঁকছে চিন। যেন-তেন প্রকারে জন্মহার বাড়াতে মরিয়া চিনা প্রশাসন। কেননা এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি হিসেবে দেশের নাম টিকিয়ে রাখা বেশ মুশকিল হয়ে দাঁড়াতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন চিনের অর্থনীতিকেরা। সেই কথা মাথায় রেখে এ বার জন্মহার বাড়ানো নিয়ে প্রশাসনিক স্তরে একাধিক নীতি গঠন