• facebook
  • twitter
Monday, 25 November, 2024

ফের  সোপিয়ানেই  পণ্ডিতকে খুন করল জঙ্গিরা  

জম্মু-কাশ্মীর, ১৫ অক্টোবর– ফের জম্মু ও কাশ্মীরে আক্রান্ত কাশ্মিরি পন্ডিত। শনিবার সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন করল জঙ্গিরা। তড়িঘড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। মৃতের নাম পুরাণকৃষাণ ভট্ট। শনিবার সকালে বাড়ির সামনে তাঁকে গুলি করে পালায় জঙ্গিরা। কাশ্মীর পুলিশ টুইটারে জানিয়েছে, ‘‘সোপিয়ানের চৌদারি গুণ্ড এলাকায় বাগিচায় যাচ্ছিলেন পুরাণকৃষাণ। তখন

জম্মু-কাশ্মীর, ১৫ অক্টোবর– ফের জম্মু ও কাশ্মীরে আক্রান্ত কাশ্মিরি পন্ডিত। শনিবার সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন করল জঙ্গিরা। তড়িঘড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। মৃতের নাম পুরাণকৃষাণ ভট্ট। শনিবার সকালে বাড়ির সামনে তাঁকে গুলি করে পালায় জঙ্গিরা। কাশ্মীর পুলিশ টুইটারে জানিয়েছে, ‘‘সোপিয়ানের চৌদারি গুণ্ড এলাকায় বাগিচায় যাচ্ছিলেন পুরাণকৃষাণ। তখন ওই সংখ্যালঘুকে নিশানা করে গুলি করে পালায় জঙ্গিরা।’’ 

উল্লেখ্য, এর আগে ১৬ অগস্ট দক্ষিণ কাশ্মীরের এই সোপিয়ানেই জঙ্গিদের হাতে খুন হয়েছিলেন এক কাশ্মীরি পণ্ডিত। জঙ্গিদের গুলিতে আহত হয়েছিলেন তাঁর পরিবারের আর এক সদস্য। চিতপোরার আপেল বাগিচায় ঢুকে দুই কাশ্মীরি পণ্ডিতকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এক জন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। তার আগে জুনেও এক কাশ্মীরি পণ্ডিত খুন হয়েছিলেন উপত্যকায়। মে মাসে দক্ষিণ কাশ্মীরেরই কুলগাঁওতে খুন হয়েছিলেন এক মহিলা কাশ্মীরি পণ্ডিত। পেশায় শিক্ষিকা ছিলেন তিনি

২০১৯ সালের অক্টোবর থেকে জম্মু-কাশ্মীরে বার বার আক্রান্ত হয়েছেন পরিযায়ী শ্রমিকেরা। গত অগস্টে কাশ্মীরের বান্দিপোরায় এক পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। হাসপাতালে মারা যান তিনি। ওই শ্রমিকও বিহার থেকে এসেছিলেন।গত জুনে কাশ্মীরের বদগামে দু’জন পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এক জন মারা গিয়েছিলেন। তার কয়েক ঘণ্টা আগে কুলগামে একটি ব্যাঙ্কে ঢুকে ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।