• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ক্লাসে গ্যাস লিক, জ্ঞান হারাল শতাধিক পড়ুয়া

চেন্নাই, ১৫ অক্টোবর– টিফিন সেরে সবে ক্লাসে ঢুকতেই বমি করতে শুরু করল পড়ুয়ারা। অজ্ঞানও হয়ে গেল অনেকে। ঘটনা এমন জায়গায় পৌঁছাল যে প্রায় শতাধিক পড়ুয়াকে নিয়ে যেতে হল হাসপাতালে।  ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর হসুর জেলার কর্পোরেশন মিডল স্কুলে । প্রাথমিক তদন্তে অনুমান, স্কুল চত্বরেই থাকা সেপটিক ট্যাঙ্ক থেকে কোনওভাবে গ্যাস লিক হয় এবং তার জেরেই একসঙ্গে

চেন্নাই, ১৫ অক্টোবর– টিফিন সেরে সবে ক্লাসে ঢুকতেই বমি করতে শুরু করল পড়ুয়ারা। অজ্ঞানও হয়ে গেল অনেকে। ঘটনা এমন জায়গায় পৌঁছাল যে প্রায় শতাধিক পড়ুয়াকে নিয়ে যেতে হল হাসপাতালে।  ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর হসুর জেলার কর্পোরেশন মিডল স্কুলে । প্রাথমিক তদন্তে অনুমান, স্কুল চত্বরেই থাকা সেপটিক ট্যাঙ্ক থেকে কোনওভাবে গ্যাস লিক হয় এবং তার জেরেই একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে এত সংখ্যক পড়ুয়া।

অসুস্থ পড়ুয়াদের সঙ্গে হাসপাতালে দেখা করেন জেলাশাসক ভি জয়া চন্দ্র ভানু রেড্ডি। তিনি বলেছেন, ‘‘স্কুল চলাকালীন দুপুর ৩টে নাগাদ ওই ঘটনা ঘটেছে। অসুস্থ বাচ্চাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন সেখানেই চিকিৎসাধীন তারা।’’

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ুর ওই স্কুলে সেপ্টিক ট্য়াঙ্কে গ্যাস লিক করে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে বাচ্চাদের কারও উপসর্গই গুরুতর নয়। স্কুলের ৬৭ জন ছাত্র এবং ৩৩ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।