• facebook
  • twitter
Monday, 25 November, 2024

মুজফফরনগর দাঙ্গায় ২ বছরের জেল বিজেপি বিধায়কের, দোষী সাব্যস্ত আরও ১০

লখনউ, ১২ অক্টোবর– ২০১৩ সালে উত্তরপ্রদেশের মুজফফরনগরে গোষ্ঠীহিংসার ঘটনা ঘটে। মুজফফরনগরের ওই দাঙ্গায় একটি মামলায় দু’বছর জেল হল বিজেপি বিধায়ক বিক্রম সাইনির । মামলায় দোষী সাব্যস্ত আরও ১১ জনকে সাজা দিল বিশেষ আদালত । এছাড়াও প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা হয়েছে। ২০১৩ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে মুজফফরনগরে দাঙ্গা হয়। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল

লখনউ, ১২ অক্টোবর– ২০১৩ সালে উত্তরপ্রদেশের মুজফফরনগরে গোষ্ঠীহিংসার ঘটনা ঘটে। মুজফফরনগরের ওই দাঙ্গায় একটি মামলায় দু’বছর জেল হল বিজেপি বিধায়ক বিক্রম সাইনির । মামলায় দোষী সাব্যস্ত আরও ১১ জনকে সাজা দিল বিশেষ আদালত । এছাড়াও প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা হয়েছে।

২০১৩ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে মুজফফরনগরে দাঙ্গা হয়। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল ৬০ জনের। এছাড়াও ৪০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছিলেন বলে জানা যায়। ২০১৩-র ২৭ আগস্ট কাওয়াল গ্রামে গোষ্ঠীহিংসার শিকার হয়েছিলেন গৌরব ও সচিন নামে দুই কিশোর। তাঁদের দেহ সৎকার করে ফেরার পথে খাটাউলির বিজেপি বিধায়ক বিক্রম সাইনি সরাসরি গোষ্ঠীহিংসার প্ররোচনা দিয়েছিলেন বলে অভিযোগ। উল্লেখ্য, গৌরব ও সচিনকে খুনের দায়ে ৩ বছর আগেই আরও ৭ জনকে সাজা দিয়েছে আদালত।

মুজফফরনগর গোষ্ঠীহিংসায় অভিযুক্ত হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সাধ্বী প্রাচী, বিজেপি নেতা সুরেশ রানা-সহ বেশ কয়েক জন। এই নেতাদের বিরুদ্ধে বিরুদ্ধে ঘৃণাভাষণ এবং হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ ছিল। যদিও উত্তরপ্রদেশের যোগী সরকারের সুপারিশ মেনে আগেই মুজফফরনগর গোষ্ঠীহিংসা মামলা থেকে তাঁদের রেহাই দেওয়া হয়েছে।