কলকাতা, ৯ অক্টোবর– গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । কিন্তু আসানসোল আদালত কেন্দ্রীয় এজেন্সির সেই আবেদন খারিজ করে দিয়েছে। এবার সেই একই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল ইডি।
উল্লেখ্য, গত শুক্রবার ইডির অফিসাররা আসানসোল সংশোধনাগারে গিয়ে সায়গলের সঙ্গে দেখা করেন। সেখানেই দীর্ঘ চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। ইডির অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না সায়গল। তাই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। আসানসোলের সিজেএম আদালতে সেই আবেদন জানান ইডির আইনজীবী। আদালত গ্রেফতারের আবেদন মঞ্জুর করলেও দিল্লি নিয়ে যাওয়ার আবেদন খারিজ করে দেয়।
তারপর দফায় দফায় বার কয়েক আদালতে একই আবেদন করলেও সেই আবেদন খারিজ হয়ে যায়। রবিবার কলকাতা হাইকোর্টে সেই একই আবেদন জানাল ইডি। তাদের বক্তব্য, তদন্তের স্বার্থে সায়গলকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাবে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে।