• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাচ্চাদের ক্রেশে গুলি চালিয়ে ৩১ জনের প্রাণ নিলো প্রাক্তন পুলিশকর্মী 

ব্যাংকক, ৬ অক্টোবর–নিরীহ শিশুদের বাদ দিলো না দুষ্কৃতীরা। শিশুদের ক্রেশে এলোপাথাড়ি গুলি চালাল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার তাইল্যান্ডের উত্তর-পূর্ব প্রদেশে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ।এই ঘটনায় বাচ্চা-বড় মিলিয়ে প্রাণ হারিয়েছে ৩১ জন।  সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। তাইল্যান্ড পুলিশ জানিয়েছে, যে গুলি চালিয়েছে সে প্রাক্তন পুলিশকর্মী। তাঁকে এখনও পর্যন্ত ধরা যায়নি। তার খোঁজে চিরুনি

ব্যাংকক, ৬ অক্টোবর–নিরীহ শিশুদের বাদ দিলো না দুষ্কৃতীরা। শিশুদের ক্রেশে এলোপাথাড়ি গুলি চালাল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার তাইল্যান্ডের উত্তর-পূর্ব প্রদেশে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ।এই ঘটনায় বাচ্চা-বড় মিলিয়ে প্রাণ হারিয়েছে ৩১ জন। 

সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। তাইল্যান্ড পুলিশ জানিয়েছে, যে গুলি চালিয়েছে সে প্রাক্তন পুলিশকর্মী। তাঁকে এখনও পর্যন্ত ধরা যায়নি। তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে তাই পুলিশ।

সরকারি পরিসংখ্যান বলছে তাইল্যান্ডে মানুষের হাতে অবৈধ অস্ত্র সেভাবে নেই। কারণ এখানে বন্দুকের লাইসেন্স পাওয়া খুব সহজ। তাই অনেকেই আত্মরক্ষার জন্য বন্দুক রাখেন।

গণহত্যা বা বন্দুকবাজের হানাও খুব যে ঘটে তাইল্যান্ডে তেমন নয়। ২০২০ সালে এক অবসরপ্রাপ্ত তাই সৈনিক গুলি চালিয়ে ২৯ জনকে মেরে ফেলেছিল। তারপর আবার এদিনের ঘটনা। যা তাইল্যান্ডে গত ১০০ বছরে সবচেয়ে বড় গণহত্যা বলে দাবি করা হয়েছে সংবাদসংস্থার তরফে।