• facebook
  • twitter
Monday, 25 November, 2024

জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন না আনলে নষ্ট হবে ধর্মের ভারসাম্য দাবি মহান ভাগবতের 

দিল্লি, ৫ অক্টোবর– দশেরার এক শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন আরএসএস সুপ্রিমো। সেখানেই তাঁকে বলতে শোনা গিয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের কথা। এই আইনের দাবি তুললেন আরএসএস প্রধান মহান ভাগবত। দশেরার সকালে এও জানালেন, এই পদক্ষেপ না করলে দেশ ‘ধর্মীয় কারণে ভারসাম্যহীনতা’ ও ‘জোর করে ধর্মান্তকরণে’র মতো সমস্যায় ভুগবে। ঠিক কী বলেছেন মোহন ভাগবত? তাঁর কথায়, ”জনসংখ্যার ভারসাম্যহীনতা

মােহন ভাগবত (File Photo: Amlan Paliwal/IANS)

দিল্লি, ৫ অক্টোবর– দশেরার এক শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন আরএসএস সুপ্রিমো। সেখানেই তাঁকে বলতে শোনা গিয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের কথা। এই আইনের দাবি তুললেন আরএসএস প্রধান মহান ভাগবত। দশেরার সকালে এও জানালেন, এই পদক্ষেপ না করলে দেশ ‘ধর্মীয় কারণে ভারসাম্যহীনতা’ ও ‘জোর করে ধর্মান্তকরণে’র মতো সমস্যায় ভুগবে।

ঠিক কী বলেছেন মোহন ভাগবত? তাঁর কথায়, ”জনসংখ্যার ভারসাম্যহীনতা ভৌগলিক সীমানা পরিবর্তনের দিকে নিয়ে যায়। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ধর্মভিত্তিক জনসংখ্যার ভারসাম্য এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, যাকে আর উপেক্ষা করা যাবে না। আর সেই কারণেই একটি সামগ্রিক জনসংখ্যা নীতি আনা উচিত। এবং সকলের জন্য়ই এটা সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।”