জাপানে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে উত্তর কোরিয়া। রাষ্ট্রসংঘ ও আমেরিকাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে জাপানে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল শাসক কিম উন জং । এবার সেই কিমকে পালটা ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দিল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা । বুধবার জাপান সাগরে চার-চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল দুই দেশ।
জানা গিয়েছে, ‘আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। দুই দেশের তরফে দু’টি করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এভাবেই কিমের দেশকে প্রত্যুত্তর দেওয়া হল। স্বাভাবিক ভাবেই এই পালটা শক্তি প্রদর্শনের ফলে ওই অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার কিমও ফের পালটা দিতে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোঁড়েন কিনা সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।