কলকাতা,৩০ সেপ্টেম্বর — পুজোয় যেখানে সবাই আনন্দে মাতোয়ারা থাকবে ,ঠিক সেই সময় প্রাথমিকে নিয়োগ না পাওয়া চাকরি প্রার্থীরা তাদের দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ দেখাবে কলকাতার বুকে। কলকাতা শহরে অবস্থান-বিক্ষোভে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে পুলিশের যুক্তি খারিজ করে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি রাজশেখর মান্থা।পুজোর দোহাই দেখিয়ে পুলিশ চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ বাতিল করে দেয়। সেই মামলার শুনানিতে এদিন আদালত বলেছে, চাকরিপ্রার্থীদের নিয়োগ হচ্ছে না। তারপর তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাইলে পুলিশ আটকা দিচ্ছে? পুজোর দোহাই দিয়ে পুলিশ এভাবে কখনওই শান্তিপূর্ণ আন্দোলন বন্ধ করতে পারে না। আদালত এদিন নির্দেশ দিয়েছে, পুজোর মধ্যে কলকাতা শহরে অবস্থান বিক্ষোভ করতে পারবেন দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা। তবে তা করতে হবে নিয়ম মেনে, শান্তিপূর্ণভাবে।