• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পেশাদার টি-টোয়েন্টি লিগ খেলার ইচ্ছা যুবরাজের

আইসিসি অনুমােদিত টি-টোয়েন্টি লিগগুলােতে খেলতে চান যুবরাজ সিং।

যুবরাজ সিং (Photo: Twitter)

২০১৯ বিশ্বকাপ প্রতিযােগিতায় শেষবার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার ইচ্ছা ছিল যুবরাজ সিংয়ের। ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের প্লেয়ার অফ দ্য সিরিজ যুবির আশায় জল ঢেলে দিয়ে আসন্ন প্রতিযােগিতার জন্য জাতীয় নির্বাচকরা তাঁকে বেছে নেননি।

সেজন্য এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানাের কথা ভাবতে শুরু করে দিয়েছেন যুবরাজ সিং। খেলবেন না প্রথম শ্রেণীর ক্রিকেটেও। তবে বাঁ-হাতি এই অলরাউন্ডার কেবল বেসরকারি টি-টোয়েন্টি লিগ খেলবেন বলেই মনস্থির করে ফেলেছেন। এখন অপেক্ষা কেবল বাের্ডের শিলমােহরের।

সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, ক্যান্সার জয়ী ক্রিকেটার যুবি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়টি এখন পুরােপুরি দোটনায়। সূত্রের খবর, সাদা বলের ক্রিকেটের প্রভাবশালী এই ক্রিকেটার ইতিমধ্যেই বুঝে গিয়েছেন জাতীয় দলে তাঁর খেলা পুরােপুরি বন্ধ হয়ে গিয়েছে।

বাের্ড সূত্রের খবর, যুবরাজ আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নেওয়ার বিষয়ে মনস্থির করে ফেলেছেন। তবে তিনি আইসিসি অনুমােদিত টি-টোয়েন্টি লিগগুলােতে খেলতে চান। আর সেই কারণেই বিসিসিআইয়ের কাছে আবেদনও করবেন তিনি।