ইতালির দুই প্রাক্তন দক্ষিণপন্থী প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি ও মাত্তেও সালভিনির দলের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করবেন জিওর্জিয়া মেলোনি। বছর ৪৫ এর এই রাজনীতিবিদ ইতালির ইতিহাসে প্রথম মহিলা প্রিমিয়ার বা প্রধানমন্ত্রী হবেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসোলিনির পতনের পর এই প্রথম দেশটিতে অতি দক্ষিণপন্থী সরকার ক্ষমতায় আসতে চলেছে। যা নিয়ে আন্তর্জাতিক মহলের কপালে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে।