• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শিম্পাঞ্জির তিন ছানা চুরি করে মুক্তিপণের দাবি 

কিনসহসা, ২৭ সেপ্টেম্বর– এতদিন শিশু-যুবক-মহিলা অপহরণ করে মুক্তিপনের দর হাঁকতে নিশ্চই শুনেছেন। কিন্তু যদি শোনেন তিনটে শিম্পাঞ্জির ছানাকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়েছে তাহলে কি বলবেন। বাস্তবে এমনটাই করল দুষ্কৃতীরা। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর অভয়ারণ্য থেকে ওই তিন শিম্পাঞ্জি ছানাকে অপহরণ করা হয়েছে। ওই পশু আবাসের প্রতিষ্ঠাতা তথা মালিকের দাবি, বণ্যপ্রাণীকে অপহরণ করে এ ভাবে মুক্তিপণ চাওয়ার ঘটনা বিশ্বে

কিনসহসা, ২৭ সেপ্টেম্বর– এতদিন শিশু-যুবক-মহিলা অপহরণ করে মুক্তিপনের দর হাঁকতে নিশ্চই শুনেছেন। কিন্তু যদি শোনেন তিনটে শিম্পাঞ্জির ছানাকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়েছে তাহলে কি বলবেন। বাস্তবে এমনটাই করল দুষ্কৃতীরা। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর অভয়ারণ্য থেকে ওই তিন শিম্পাঞ্জি ছানাকে অপহরণ করা হয়েছে। ওই পশু আবাসের প্রতিষ্ঠাতা তথা মালিকের দাবি, বণ্যপ্রাণীকে অপহরণ করে এ ভাবে মুক্তিপণ চাওয়ার ঘটনা বিশ্বে প্রথম। গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় এক অভয়ারণ্যের অন্তর্গত পশু আবাসে ঘটনাটি ঘটেছে।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, গত ৯ সেপ্টেম্বর ভোররাতে কাটাঙ্গা অভয়ারণ্যের অন্তর্গত ওই পশু আবাস থেকে শিম্পাঞ্জির তিনটে ছানাকে চুরি করা হয়। পশু আবাসের মালিক জানিয়েছেন, সেখানে থাকা পাঁচ ছানার মধ্যে সিজ়ার, হুসেন এবং মোঙ্গা নামে তিনটে ছানাকে চুরি করে অপহরণকারীরা। বাকি দু’টি ছানা ভাঁড়ার ঘরে লুকিয়ে পড়ে। তিনি জানিয়েছেন, এই ঘটনার পরে তাঁর স্ত্রীর মোবাইলে তিনটি মেসেজ ও শিম্পাঞ্জিদের একটি ভিডিয়ো পাঠায় দুষ্কৃতীরা। ছানাগুলির মুক্তির বিনিময়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। তা না পেলে তাদের আঘাত করার হুমকিও দেওয়া হয়। তিনি আরও জানিয়েছেন, দুষ্কৃতীরা তাঁদের জানিয়েছে যে আসলে তাঁর ছেলেমেয়েদেরই অপহরণের পরিকল্পনা ছিল। সম্প্রতি ছুটি কাটাতে ওই পশু আবাসে বাবার কাছে আসার কথা ছিল শিশুদের। কিন্তু তারা শেষ পর্যন্ত না আসায় শিম্পাঞ্জির ছানাদের অপহরণ করা হয়।

যদিও এ বিষয়ে কঙ্গো পুলিশ তরফে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।