• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পার্থর অনুপস্থিতিতে,মুখ্যমন্ত্রী নাকতলার পুজো উদ্বোধন করবেন কি না ? তা নিয়ে অনিশ্চিয়তা

কলকাতা ,২৪ সেপ্টেম্বর —  দক্ষিণ কলকাতার নামী দুর্গাপুজো গুলোর মধ্যে অন্যতম হলো নাকতলা উদয়ন সঙ্ঘ । নাকতলার পুজো এতদিন পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হিসাবেই পরিচিত ছিল। তিনিই ছিলেন পুজোর প্রধান উদ্যোক্তা। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জেলে থাকায় পুজোর উদ্ধোধন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। পুজোর উদ্বোধন হয় সাধারণত চতুর্থীর দিন। এবং জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠানে গত কয়েক বছর ধরে লাগাতার উপস্থিত থেকেছেন মুখ্যমন্ত্রী

কলকাতা ,২৪ সেপ্টেম্বর —  দক্ষিণ কলকাতার নামী দুর্গাপুজো গুলোর মধ্যে অন্যতম হলো নাকতলা উদয়ন সঙ্ঘ । নাকতলার পুজো এতদিন পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হিসাবেই পরিচিত ছিল। তিনিই ছিলেন পুজোর প্রধান উদ্যোক্তা। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জেলে থাকায় পুজোর উদ্ধোধন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। পুজোর উদ্বোধন হয় সাধারণত চতুর্থীর দিন। এবং জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠানে গত কয়েক বছর ধরে লাগাতার উপস্থিত থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু এবছর তিনি সেই পুজোতে উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, পুজো উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। কিন্তু আজ, শনিবার দুপুর পর্যন্ত কোনও জবাব মেলেনি। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা অঞ্জন দাস বললেন, ‘প্রতিবার তৃতীয়া বা চতুর্থীর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুজো উদ্বোধন করেন। এবছরও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এখনও কোনও সাড়া দেয়নি নবান্ন। ফলে এখনই কিছু বলা যাচ্ছে না।’‌