• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মোদি জমানায় বিরোধী কণ্ঠরোধ করতে সিবিআই হাতিয়ার 

দিল্লি, ২১ সেপ্টেম্বর-– বহুদিন ধরেই বিরোধী দলগুলি অভিযোগ করে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জমানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বিরোধী দলের নেতাদের কণ্ঠরোধে করতে। এবার এই অভিযোগকেই সত্য বলে একটি অনুসন্ধান রিপোর্ট পেশ করল একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, গত ১৮ বছরে কংগ্রেস আমলে বা বিজেপি জমানায়, ২০০-র বেশি রাজনীতিবিদের

দিল্লি, ২১ সেপ্টেম্বর-– বহুদিন ধরেই বিরোধী দলগুলি অভিযোগ করে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জমানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বিরোধী দলের নেতাদের কণ্ঠরোধে করতে। এবার এই অভিযোগকেই সত্য বলে একটি অনুসন্ধান রিপোর্ট পেশ করল একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম।

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, গত ১৮ বছরে কংগ্রেস আমলে বা বিজেপি জমানায়, ২০০-র বেশি রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি, তাঁদের বাড়িতে হানা, জেরা ইত্যাদি করেছে সিবিআই। তার মধ্যে বিজেপির মাত্র ৬ জন থাকলেও ৮০ শতাংশই বিরোধী দলের। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ আমলে দশ বছরে (২০০৪-২০১৪) অন্তত ৭২ জন নেতা ছিলেন সিবিআইয়ের নজরে। তার মধ্যে ৪৩ জন (৬০ শতাংশ) বিরোধী পক্ষের। ২৯ জন ছিলেন কংগ্রেসের বা শরিক দলের ।আর মোদির নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ  আমলে গত আট বছরে অন্তত ১২৪ জন দাপুটে বিরোধী নেতার বিরুদ্ধে তদন্ত করেছে সিবিআই। যার মধ্যে ১১৮ জনই বিরোধী পক্ষের। যা প্রায় ৯৫ শতাংশের মতো। বিরোধী নেতা-নেত্রীদের মধ্যে আবার সবচেয়ে বেশি র‍্যাডারে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এরাজ্যের শাসকদলের ৩০ জন নেতা এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র‍্যাডারে। তার পরই প্রধান বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের ২৬ নেতার বিরুদ্ধে এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে সিবিআই। আরজেডি এবং বিজেডির ১০ জন রয়েছেন তালিকায়।

অন্যদিকে বিরোধী কেউ বিজেপিতে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে মামলা ধাপাচাপা পড়ে যাচ্ছে।