• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নানমাডালে বিধ্বস্ত জাপান, মৃত ২, বাস্তুহারা ৯ লক্ষ 

টোকিও, ১৯ সেপ্টেম্বর– জাপান বিধস্ত সুপার টাইফুন নানমাডলে। জাপানের কিউশু অঞ্চলের বিস্তীর্ণ স্থলভাগ প্রায় লন্ডভন্ড ভারী বৃষ্টি ও ঝড়ের দাপটে। ঝড়ে জাপানে কমপক্ষে মারা গেছেন দু’জন, আহত ৭০। প্রায় ৯ লক্ষ মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপান প্রশাসন।  স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এই বছরে এটি ১৪ তম ঝড় যা সোমবার বিকেলে হাগি, ইয়ামাগুচি প্রিফেকচার সহ

টোকিও, ১৯ সেপ্টেম্বর– জাপান বিধস্ত সুপার টাইফুন নানমাডলে। জাপানের কিউশু অঞ্চলের বিস্তীর্ণ স্থলভাগ প্রায় লন্ডভন্ড ভারী বৃষ্টি ও ঝড়ের দাপটে। ঝড়ে জাপানে কমপক্ষে মারা গেছেন দু’জন, আহত ৭০। প্রায় ৯ লক্ষ মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপান প্রশাসন। 
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এই বছরে এটি ১৪ তম ঝড় যা সোমবার বিকেলে হাগি, ইয়ামাগুচি প্রিফেকচার সহ বিস্তীর্ণ এলাকায় ঘন্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে।
খারাপ আবহাওয়ার কারণে এদিন কিউশুতে বুলেট ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। জাপানের দুটি প্রধান এয়ারলাইন এএনএ এবং জাপান এয়ারলাইন্সের প্রায় ৬০০টি উড়ান বাতিল করা হয়েছে। 
ঝড়ের আগাম বার্তা পেয়েই শনিবার থেকে প্রায় দশ হাজার মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। ঝড়ের কারণে প্রায় সাড়ে তিন লাখ বাড়ি বিদ্যুৎহীন বলেই জানা গেছে।
জাপান আবহাওয়া দফতর জানিয়েছে টাইফুনটি মঙ্গলবার পর্যন্ত জাপানের বৃহত্তম দ্বীপ, হোনশু জুড়ে চলবে। সঙ্গে  তীব্র বাতাস, উচ্চ জোয়ার এবং কাদা ধসের সতর্কতা জারি করে চলেছে।