• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

প্রভাসের সঙ্গে প্রেম নিয়ে গুঞ্জনের মাঝে নায়িকা সম্পর্কে শোনা গেল অন্য খবর 

মুম্বাই ,১৯ সেপ্টেম্বর — প্রভাসের সঙ্গে কৃতি শ্যাননের প্রেম নিয়ে গুঞ্জনের মাঝে বেরিয়ে পড়ল খবর দীপিকা পাড়ুকোনকে পছন্দ করেন কৃতি। এক বার এক সাক্ষাৎকারে বলে ফেলেছিলেন, যদি কখনও সমকামী নারীর চরিত্রে অভিনয় করেন, তবে বিপরীতে নায়িকা যেন হন দীপিকা। ‘গেহেরাইয়া’ অভিনেত্রীকে খুব হট লাগে কৃতির, কেমন সুন্দর, দীর্ঘাঙ্গী… এ সবই হট দীপিকা । এখন অবশ্য

মুম্বাই ,১৯ সেপ্টেম্বর — প্রভাসের সঙ্গে কৃতি শ্যাননের প্রেম নিয়ে গুঞ্জনের মাঝে বেরিয়ে পড়ল খবর দীপিকা পাড়ুকোনকে পছন্দ করেন কৃতি। এক বার এক সাক্ষাৎকারে বলে ফেলেছিলেন, যদি কখনও সমকামী নারীর চরিত্রে অভিনয় করেন, তবে বিপরীতে নায়িকা যেন হন দীপিকা। ‘গেহেরাইয়া’ অভিনেত্রীকে খুব হট লাগে কৃতির, কেমন সুন্দর, দীর্ঘাঙ্গী… এ সবই হট দীপিকা ।

এখন অবশ্য কান পাতলেই কৃতির অন্য খবর শোনা যাচ্ছে। দক্ষিণী তারকা প্রভাসের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন তিনি। ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ‘আদিপুরুষ’ ছবির। এই সিনেমাতেই একসঙ্গে দেখা যাবে প্রভাস ও কৃতিকে। ছবির সেটেই নাকি একে অপরকে মন দেওয়া-নেওয়া করেছেন নায়ক-নায়িকা। তবে, এ ব্যাপারে কেউই মুখ খোলেননি। সূত্রের খবর, ছবির শ্যুটিং চলাকালীন কৃতি ও প্রভাসের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে। একে অপরের অনেক কাছাকাছি এসেছেন তাঁরা।

 

Advertisement

Advertisement

Advertisement