রবিবার উত্তরপ্রদেশ বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে পাঁচদিনের বর্ষাকালীন অধিবেশন। উত্তরপ্রদেশ বিধানসভায় এই প্রথম গোটা একটি দিন মহিলাদের জন্য বরাদ্দ করা হল। বিধানসভার স্পিকার সতীশ মাহানা দাবি করেছেন, দেশে কোনও বিধানসভায় এমন নজির নেই।
সিদ্ধান্তটি আরও একটি কারণে তাৎপর্যপূর্ণ। সদ্যই ঘটে গিয়েছে লখিমপুর খেরির ঘটনা। সেখানে দুই দলিত কিশোরীকে মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের পর খুন করা হয়। ওই ঘটনা নিয়ে রাজ্য-রাজনীতি এখনও উত্তাল। তবে তা হাতরাসের প্রতিবাদের পর্যায়ে পৌঁছনোর আগেই হস্তক্ষেপ করেছে প্রশাসন।
—————–