• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পুলিশ লকআপে ঝুলছে বন্দির দেহ, থানার সামনে তুমুল বিক্ষোভ

বাঁকুড়া, ১৮ সেপ্টেম্বর– থানার ভিতরে লকআপের মধ্যে উদ্ধার হল এক বন্দির দেহ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানায়। পুলিশ বলছে, ওই ব্যক্তি লকআপের মধ্যে নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। যদিও ব্যক্তির পরিবারের দাবি, পুলিশই ওঁকে মেরে ঝুলিয়ে দিয়েছে। তবে ওই ব্যক্তিকে ঠিক কোন অভিযোগে থানায় নিয়ে আসা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয় পরিবারের কাছে। ঘটনার

বাঁকুড়া, ১৮ সেপ্টেম্বর– থানার ভিতরে লকআপের মধ্যে উদ্ধার হল এক বন্দির দেহ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানায়। পুলিশ বলছে, ওই ব্যক্তি লকআপের মধ্যে নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। যদিও ব্যক্তির পরিবারের দাবি, পুলিশই ওঁকে মেরে ঝুলিয়ে দিয়েছে। তবে ওই ব্যক্তিকে ঠিক কোন অভিযোগে থানায় নিয়ে আসা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয় পরিবারের কাছে। ঘটনার যথাযথ তদন্ত চেয়ে শনিবার সারাদিন গঙ্গাজলঘাঁটি থানার সামনে বিক্ষোভ দেখাল মৃতের পরিবার।

পুলিশ জানায়, মৃত ব্যাক্তির নাম অমৃত বাউরি। বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানার গোবিন্দধাম গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। গত বৃহস্পতিবার তাঁকে থানায় তুলে নিয়ে আসে পুলিশ। এদিকে শনিবার সকালে লকআপের মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় অমৃত বাউরির দেহ। লকআপের মধ্যে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বিবেক কুমার বর্মা। তিনিই জানান, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে অমৃত বাউরি।