• facebook
  • twitter
Friday, 22 November, 2024

উত্তরপ্রদেশে দুর্যোগের বলি ২২

লখনউ, ১৭ সেপ্টেম্বর — আপাতত দুর্যোগ থেকে রেহাই নেই যোগীর রাজ্যের বাসিন্দাদের।ভারী বৃষ্টিতে উত্তরপ্রদেশে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২২।  উত্তরপ্রদেশের পূর্বাংশে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির জেরে উন্নাও ৫, ফতেহপুর ৩, প্রয়াগরাজ ২ এবং সীতাপুর-রায়বেরিলি-ঝাঁসি থেকে মোট ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্যদিকে লখনউ এলাকায় দেওয়াল ধসে ৯

লখনউ, ১৭ সেপ্টেম্বর — আপাতত দুর্যোগ থেকে রেহাই নেই যোগীর রাজ্যের বাসিন্দাদের।ভারী বৃষ্টিতে উত্তরপ্রদেশে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২২।  উত্তরপ্রদেশের পূর্বাংশে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ভারী বৃষ্টির জেরে উন্নাও ৫, ফতেহপুর ৩, প্রয়াগরাজ ২ এবং সীতাপুর-রায়বেরিলি-ঝাঁসি থেকে মোট ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্যদিকে লখনউ এলাকায় দেওয়াল ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। তবে এখনই দুর্যোগে ইতি পড়ছে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

এ প্রসঙ্গে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই অঞ্চলের বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।