• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডকে বড় ধাক্কা দিল বিজেপি

দমন ও দিউ, ১৩ সেপ্টেম্বর —এবার দমন ও দিউ তে বিজেপির জোর ধাক্কা নীতিশ কুমারের দল জেডিইউকে। কেন্দ্র শাসিত ওই অঞ্চলে জেডিইউ যথেষ্ট শক্তিশালী রাজনৈতিক শক্তি ছিল। বিজেপির সঙ্গে জোট থাকায় জেডিইউ-র ভোট পদ্ম শিবির পেয়ে আসছিল। বিহারে জেডিইউ বিজেপির সঙ্গ ত্যাগ করায় বদলা হিসাবে দমন দিউ’য়ের বিজেপিকেই নিজেদের সঙ্গে মিশিয়ে নিল বিজেপি। বিজেপির তরফে

দমন ও দিউ, ১৩ সেপ্টেম্বর —এবার দমন ও দিউ তে বিজেপির জোর ধাক্কা নীতিশ কুমারের দল জেডিইউকে। কেন্দ্র শাসিত ওই অঞ্চলে জেডিইউ যথেষ্ট শক্তিশালী রাজনৈতিক শক্তি ছিল। বিজেপির সঙ্গে জোট থাকায় জেডিইউ-র ভোট পদ্ম শিবির পেয়ে আসছিল। বিহারে জেডিইউ বিজেপির সঙ্গ ত্যাগ করায় বদলা হিসাবে দমন দিউ’য়ের বিজেপিকেই নিজেদের সঙ্গে মিশিয়ে নিল বিজেপি।

বিজেপির তরফে টুইটে বলা হয়েছে, ‘দামন ও দিউ জেলা পঞ্চায়েতের ১৭ জন জেডিইউ সদস্যের মধ্যে ১৫ জন এবং রাজ্য জেডিইউ-এর পুরো ইউনিট বিজেপিতে যোগ দিয়েছেন। বিহারে বিজেপিকে ছেড়ে বাহুবলী, দুর্নীতিবাজ ও পারিবারিক দল আরজেডির সঙ্গে নীতীশ কুমারের যোগদানের প্রতিবাদেই এই সিদ্ধান্ত।