• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

অগ্নিপথ প্রকল্প,নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় 

দিল্লি,১২ সেপ্টেম্বর —  অগ্নিপথ বিতর্ক নিয়েই আপাতত অগ্নিগর্ভ গোটা দেশ।বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি  হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এটির সমালোচনা করছেন।  সুরক্ষার কথা বিবেচনা করেই ‘অগ্নিপথ’ প্রকল্প  সংক্রান্ত কোনও নথি প্রকাশ করা যাবে না বলে জানিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক। সম্প্রতি বিহারের এক সমাজকর্মী তথ্য জানার অধিকার আইনে অগ্নিপথ সম্পর্কিত বেশ কিছু তথ্য জানতে চেয়ে

দিল্লি,১২ সেপ্টেম্বর —  অগ্নিপথ বিতর্ক নিয়েই আপাতত অগ্নিগর্ভ গোটা দেশ।বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি  হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এটির সমালোচনা করছেন।  সুরক্ষার কথা বিবেচনা করেই ‘অগ্নিপথ’ প্রকল্প  সংক্রান্ত কোনও নথি প্রকাশ করা যাবে না বলে জানিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক। সম্প্রতি বিহারের এক সমাজকর্মী তথ্য জানার অধিকার আইনে অগ্নিপথ সম্পর্কিত বেশ কিছু তথ্য জানতে চেয়ে প্রতিরক্ষা মন্ত্রককে  চিঠি দেন। উত্তরে, বিষয়টি ‘সিক্রেট ফাইল’। তাই এই সম্পর্কিত তথ্যপ্রকাশ সম্ভব নয় বলে মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।

Advertisement

Advertisement