• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সলমনের চিকিসৎসায় গাফিলতির অভিযোগ উঠলো উলুবেড়িয়া হাসপাতাল কর্তৃপক্ষদেরবিরুদ্ধে

 হাওড়া,১১ সেপ্টেম্বর–আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর জোট এখনো খোলেনি। এর মধ্যে আনিসের ভাই সলমনের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ। তার পরই বাগনান মহকুমা হাসপাতাল ঘুরে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া হাসপাতালে । বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। কিন্তু পরিবারের তরফে অভিযোগ, চিকিৎসায় গাফিলতি করছে হাসপাতাল।পরিবারের তরফে আরও অভিযোগ, উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া

 হাওড়া,১১ সেপ্টেম্বর–আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর জোট এখনো খোলেনি। এর মধ্যে আনিসের ভাই সলমনের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ। তার পরই বাগনান মহকুমা হাসপাতাল ঘুরে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া হাসপাতালে । বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। কিন্তু পরিবারের তরফে অভিযোগ, চিকিৎসায় গাফিলতি করছে হাসপাতাল।পরিবারের তরফে আরও অভিযোগ, উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে সলমনকে চিকিৎসা না করেই ফেলে রাখা হয়।

  সলমনের পরিবারের দাবি ছিল, আনিস খান মৃত্যুর তদন্ত প্রক্রিয়ায় সলমনই অন্যতম সাক্ষী। এমনকি পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের একদম প্রথম সারিতেই ছিলেন সলমন। তাঁর নিরাপত্তা চেয়ে বহু আগেই পুলিশকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু অভিযোগ, পুলিশ তাতে কান দেয়নি। গতকাল রাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সলমনকে কোপাতে শুরু করে।