• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মলয় ঘটকের বাড়ি থেকে এক প্রকার খালি হাতেই বেরোলো সিবিআই টিম

আসানসোল,৭ সেপ্টেম্বর  — কয়লাকাণ্ডে এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের  বাড়িতে তল্লাশি অভিযান চালালো সিবিআই।এদিন মলয় ঘটকের আসানসোলের তিনটি বাড়ি সহ মোট ৭ জায়গায় তল্লাশিতে নামেন সিবিআইয়ের গোয়েন্দারা।বুধবার সকাল থেকে সিবিআই তল্লাশি নিয়ে সবার মনে কৌতুহল কাজ করছিলো।কিন্তু শেষে দেখা যায়, আসানসোলে মলয় ঘটকের বাড়ি থেকে এক প্রকার খালি হাতেই বেরোচ্ছে সিবিআই টিম।সিবিআই তল্লাশি শেষে সাংবাদিক

আসানসোল,৭ সেপ্টেম্বর  — কয়লাকাণ্ডে এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের  বাড়িতে তল্লাশি অভিযান চালালো সিবিআই।এদিন মলয় ঘটকের আসানসোলের তিনটি বাড়ি সহ মোট ৭ জায়গায় তল্লাশিতে নামেন সিবিআইয়ের গোয়েন্দারা।বুধবার সকাল থেকে সিবিআই তল্লাশি নিয়ে সবার মনে কৌতুহল কাজ করছিলো।কিন্তু শেষে দেখা যায়, আসানসোলে মলয় ঘটকের বাড়ি থেকে এক প্রকার খালি হাতেই বেরোচ্ছে সিবিআই টিম।সিবিআই তল্লাশি শেষে সাংবাদিক বৈঠকে মলয় পত্নী সুদেষ্ণা ঘটক বলেন , সিবিআই ভাবতেও পারেন নি যে একজন মন্ত্রীর বাড়ি এমন হতে পারে। তিনি আরও বলেন সিবিআই ওনাদের সাথে ভালো ব্যবহার করেছেন। তাই তিনিও ওনাদের তল্লাশি তে সবরকম সহযোগিতা করেছেন। সাংবাদিকদের তিনি বলেন ওনারা খালি হাতে বাড়ি থেকে গেছেন।