জানা গিয়েছে, সকালে প্রথম হামলার ঘটনাটি ঘটেছে স্যাসকাচুয়ান প্রদেশের ওয়েল্ডেনে। এলাকাটিতে প্রায় সাড়ে ৩ হাজার মানুষের বাস। সেই জায়গাকেই হামলার জন্য বেছে নেয় আততায়ীরা। ড্যামিয়েন স্যান্ডারসন ও মাইলস স্যান্ডারসন নামে দুই যুবক ছুরি নিয়ে আচমকাই জনতার উপর ঝাঁপিয়ে পড়ে। স্যাসকাচুয়ানের রয়্যাল কানাডা মাউন্টেড পুলিশের তরফে অফিসার রোন্ডা ব্ল্যাকমোর জানাচ্ছেন, ”হামলার ধরন দেখে মনে হচ্ছে, কেউ কেউ আততায়ীদের টার্গেট ছিল, বাকিরা মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন। আর সেই কারণেই হামলার নেপথ্যে ঠিক কী কারণ, তা বোঝা জটিল।”
ওয়েল্ডেনে হামলার রেশ কাটতে না কাটতেই বিকেলে ফের একই ধরনের হামলা চলে জেমস স্মিথ ক্রি নেশানে। সেখানে প্রায় ২৫০০ মানুষে বসবাস করেন। রক্ত ঝরে সেখানেও। এরপরই দুই যুবক একটি কালো দামি গাড়িতে এলাকা থেকে চম্পট দেয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তাঁদের গন্তব্য ছিল রেজিনা শহরের দিকে, যা সেই এলাকা থেকে ৩০০ কিলোমিটার দূরে। কাছাকাছি সমস্ত পুলিশ স্টেশনে আততায়ীদের ছবি ও বিবরণ দিয়ে খোঁজ করার ঘোষণা করে পুলিশ। কিন্তু তাদের ধরা যায়নি বলেই খবর। আততায়ী ড্যামিয়েন ও মাইলসের বয়স ৩০-৩১ বছর।