• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শুক্রবার গভীর রাতে কলম্বোয় পা রাখলেন প্রেসিডেন্ট  গোতাবায়া 

শ্রীলঙ্কা,৩রা সেপ্টেম্বর — জনবিক্ষোভের মুখে পড়ে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়েছিলেন সে দেশের রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।গোপনে নৌ সেনার ঘাঁটিতে কয়েকদিন কাটিয়ে দেশ ছেড়েছিলেন তিনি। কোনও দেশই তাঁকে রাজনৈতিক আশ্রয় দেয়নি। কিছুদিনের জন্য স্বল্পমেয়াদি ভিসা নিয়ে থাইল্যাণ্ডে ছিলেন গোতাবায়া।গোপনে দেশ থেকে পালালেও ফিরলেন কিন্তু আগাম ঘোষণা করে এবং গোতাবায়ার সমর্থকেরা গভীর রাতেও বিমান বন্দরে হাজির ছিলেন ফুল-মালা হাতে নিয়ে।গোতাবায়ার

শ্রীলঙ্কা,৩রা সেপ্টেম্বর — জনবিক্ষোভের মুখে পড়ে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়েছিলেন সে দেশের রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।গোপনে নৌ সেনার ঘাঁটিতে কয়েকদিন কাটিয়ে দেশ ছেড়েছিলেন তিনি। কোনও দেশই তাঁকে রাজনৈতিক আশ্রয় দেয়নি। কিছুদিনের জন্য স্বল্পমেয়াদি ভিসা নিয়ে থাইল্যাণ্ডে ছিলেন গোতাবায়া।গোপনে দেশ থেকে পালালেও ফিরলেন কিন্তু আগাম ঘোষণা করে এবং গোতাবায়ার সমর্থকেরা গভীর রাতেও বিমান বন্দরে হাজির ছিলেন ফুল-মালা হাতে নিয়ে।গোতাবায়ার প্রতি মানুষের রাগ প্রায় শেষ হয়ে গিয়েছে বলে জানা যায়।শ্রীলংকার আর্থিক অবস্থার সেরকম উন্নতি না হলেও ,আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার শ্রীলঙ্কাকে বড় অংকের ঋণ দিতে রাজি হওয়ায় জনরোষ অনেকটা কমে গেছে বলে জানা যায়।