• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিক্রান্তের যাত্রা শুরু হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে

দিল্লি,২রা সেপ্টেম্বর —  ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্ত আজই নৌসেনায় যোগ দিচ্ছে। বিক্রান্তের যাত্রা শুরু হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে।এটি বিমানবাহী রণতরী আইএনএস ‘বিক্রান্ত’ ক্লাসের প্রথম যুদ্ধজাহাজ।কোচির শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে এই রণতরী।২৬২ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থের এই বিমানবাহী রণতরীর  ডেকে মিগ-২৯ এর মতো যুদ্ধবিমান ওঠানামা করতে

দিল্লি,২রা সেপ্টেম্বর —  ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্ত আজই নৌসেনায় যোগ দিচ্ছে। বিক্রান্তের যাত্রা শুরু হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে।এটি বিমানবাহী রণতরী আইএনএস ‘বিক্রান্ত’ ক্লাসের প্রথম যুদ্ধজাহাজ।কোচির শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে এই রণতরী।২৬২ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থের এই বিমানবাহী রণতরীর  ডেকে মিগ-২৯ এর মতো যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে। এক সঙ্গে ৩০টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ওঠানামা করতে পারবে বিক্রান্ত থেকে।সমুদ্রপথে যদি চিন কখনও ভারতকে আক্রমণের চেষ্টা করে তবে তা ঠেকাতে ভারতের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে আইএনএস বিক্রান্ত।