কলকাতা, ১ সেপ্টেম্বর–
কয়লা পাচার কাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। আগামী ১৪ সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে। মলয় ঘটক আসানসোলের বিধায়ক। আসানসোল কোলিয়ারি এলাকা হিসেবে পরিচিত। এর আগেও কয়লাকাণ্ডে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তাঁকে নোটিস পাঠিয়েছিল সিবিআইও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে মন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। গোটা বিষয়য়ের তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
কয়লা কাণ্ডে আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে এবং শ্যালিকা মানেকাকেও নোটিস পাঠিয়েছিল ইডি। শ্যালিকা ইডির জেরা এড়িয়েছেন।