মালদহ ,৩০ আগস্ট — ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া ব্লকের মহানন্দটোলা খাসমহল এলাকায়।অনেকদিন ধরে গ্রামবাসীরা নদীর ভাঙ্গনের সমস্যায় ভুগছিলেন। সোমবার খাসমহলের বাসিন্দা আনিসুর আলির ৫ ছোট্ট নাতি নাতনি গঙ্গার ধারে বসে গল্প করছিলেন আর ঠিক সেই সময়ে শুরু হয় নদীর ভাঙন। তাদের মধ্যে একটি শিশুর বয়স মাত্র ৭ মাস। গঙ্গার ভাঙনে নদীতে তলিয়ে গেল ৭ মাসের ছোট্ট শিশু । আরও 8 জন শিশু জলে তলিয়ে গেলেও কোনও মতে পাড়ে উঠে আসতে সক্ষম হয়েছে তারা।আনিসুর আলির চাষ আবাদ করেই সংসার চলতো ,নদীর ভাঙ্গনে চাষবাসের জমি আগেই চলে গাছে জলের তলায়। ভাঙ্গনের জন্য মাথা গোঁজার আশ্রয় টুকুও হারিয়েছেন। এবার আনিসুরের শেষ সম্বল তার নাতনিকে হারিয়ে সর্বশান্ত তিনি। পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।