• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত মার্ডার কেসে অভিযুক্ত আসামীর জামিনে রেহাই 

পানিহাটি, ৩০ আগস্ট —  তৃণমূল কাউন্সিলর  অনুপম দত্ত খুনে মূল অভিযুক্ত বাপি পণ্ডিত জামিন পেয়েছেন।এই খবর শোনার পরই দুই সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নিহত তৃণমূল কাউন্সিলর অনুপমের স্ত্রী মীনাক্ষী দত্ত। যিনি বর্তমানে ওই ওয়ার্ডেরই কাউন্সিলর।বাপি পণ্ডিত জামিন পাওয়ার খবর শুনেই আত্মহত্যার চেষ্টা করে। মীনাক্ষীদেবীকে ওই কাজ করতে দেখে চেঁচামেচি শুরু করেন বাড়ির লোকজন। চিৎকার শুনে ছুটে আসেন

পানিহাটি, ৩০ আগস্ট —  তৃণমূল কাউন্সিলর  অনুপম দত্ত খুনে মূল অভিযুক্ত বাপি পণ্ডিত জামিন পেয়েছেন।এই খবর শোনার পরই দুই সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নিহত তৃণমূল কাউন্সিলর অনুপমের স্ত্রী মীনাক্ষী দত্ত। যিনি বর্তমানে ওই ওয়ার্ডেরই কাউন্সিলর।বাপি পণ্ডিত জামিন পাওয়ার খবর শুনেই আত্মহত্যার চেষ্টা করে। মীনাক্ষীদেবীকে ওই কাজ করতে দেখে চেঁচামেচি শুরু করেন বাড়ির লোকজন। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও। মীনাক্ষীদেবীকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। বাপি পন্ডিতের জামিনের খবর পেয়ে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পরে এবং তারা আগরপাড়া তেঁতুলতলা মোড়ে বিটি রোড অবরোধ করে রাখা হয় দীর্ঘ সময়।  

—————-