• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

রাজভবনে আয়োজন করা হল ‘রামকথা’র 

জয়পুর , ২৯ আগস্ট —আমজনতার জন্য উন্মুক্ত করা হল রাজভবন।রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র রাজভবনে ‘রাম কথা’র আয়োজন করেছেন। সে জন্য বিকাল তিনটে থেকে রাত আটটা অবধি খোলা থাকবে রাজভবন আমজনতার জন্য। গত শনিবার থেকে শুরু হয়েছে পাঁচদিনের অনুষ্ঠান। বিকাল চারটায় শুরু হচ্ছে রাম কথা পাঠ । ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সরকারি টাকায় রাজভবনে রাম কথা পাঠের আয়োজন করা

জয়পুর , ২৯ আগস্ট —আমজনতার জন্য উন্মুক্ত করা হল রাজভবন।রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র রাজভবনে ‘রাম কথা’র আয়োজন করেছেন। সে জন্য বিকাল তিনটে থেকে রাত আটটা অবধি খোলা থাকবে রাজভবন আমজনতার জন্য। গত শনিবার থেকে শুরু হয়েছে পাঁচদিনের অনুষ্ঠান। বিকাল চারটায় শুরু হচ্ছে রাম কথা পাঠ ।

ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সরকারি টাকায় রাজভবনে রাম কথা পাঠের আয়োজন করা নিয়ে সুর চড়িয়েছে রাজস্থানের একাধিক নাগরিক সংগঠন। তারা রাজভবনের বাইরে বিক্ষোভ করেছে।