• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘অগ্নিপথ’ প্রকল্পে নেপালি নাগরিক নিয়োগে আপত্তি নেপাল সরকারের 

কাঠমান্ডু ২৭ আগস্ট — ‘অগ্নিপথ’ প্রকল্পে নেপালি নাগরিকদের নিয়োগে হঠাৎই বাধ সাধলেন সে দেশের সরকার। নিয়োগ অভিযান শুরুর মুখে নেপাল সরকার অগ্নিপথ নিয়ে আরও তথ্য দাবি করেছে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস মারফৎ।  অগ্নিপথ প্রকল্পে চার বছরের চাকরি জীবন শেষে ৭৫ শতাংশ জওয়ানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হবে। অবসরকালে এককালীন অর্থ মিললেও কোনও ধরনের পেনশনের ব্যবস্থা এই স্কিমে নেই।

কাঠমান্ডু ২৭ আগস্ট — ‘অগ্নিপথ’ প্রকল্পে নেপালি নাগরিকদের নিয়োগে হঠাৎই বাধ সাধলেন সে দেশের সরকার। নিয়োগ অভিযান শুরুর মুখে নেপাল সরকার অগ্নিপথ নিয়ে আরও তথ্য দাবি করেছে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস মারফৎ। 

অগ্নিপথ প্রকল্পে চার বছরের চাকরি জীবন শেষে ৭৫ শতাংশ জওয়ানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হবে। অবসরকালে এককালীন অর্থ মিললেও কোনও ধরনের পেনশনের ব্যবস্থা এই স্কিমে নেই। ফলে ভারতে যে বিতর্ক ওই স্কিম নিয়ে তৈরি হয়েছে, তা নেপালের ক্ষেত্রেও প্রাসঙ্গিক।