• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

কয়লাপাচার মামলায় দিল্লির সদর দপ্তরে  আট আইপিএস অফিসারকে ডেকে পাঠালো কেন্দ্রীয় এজেন্সি  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

 কলকাতা ২৩ আগস্ট — গতকাল সোমবার কয়লাপাচার মামলায়  হাজিরার দিন ছিল এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংয়ের। কিন্তু তিনি যাননি। তবে মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার প্রধান কোটেশ্বর রাও। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ কোটেশ্বর পৌঁছন ইডি দফতরে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় এজেন্সির কর্তারা। জানিয়ে রাখা ভাল, কয়লা কাণ্ডে গত বছর কোটেশ্বর রাও তলব

cbi

 কলকাতা ২৩ আগস্ট — গতকাল সোমবার কয়লাপাচার মামলায়  হাজিরার দিন ছিল এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংয়ের। কিন্তু তিনি যাননি। তবে মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার প্রধান কোটেশ্বর রাও।

এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ কোটেশ্বর পৌঁছন ইডি দফতরে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় এজেন্সির কর্তারা। জানিয়ে রাখা ভাল, কয়লা কাণ্ডে গত বছর কোটেশ্বর রাও তলব করেছিল সিবিআই। অর্থাৎ এই মামলায় গোড়ায় থেকেই কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদের তালিকায় তাঁর নাম রেখেছে।